বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। এক বিবৃতিতে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সোমবার (৮ জানুয়ারি) এ বিবৃতি দেয় দেশটি।
ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার ওপর। এক্ষেত্রে মানবাধিকার, আইনের শাসন ও যথাযথ প্রক্রিয়া অপরিহার্য। কিন্তু বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের সময় এসব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি।
এছাড়া বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ব্রিটেন। পাশাপাশি নির্বাচনী প্রচারণার সময় সহিংসতা ও ভয়ভীতি দেখানোর নিন্দাও জানানো হয় বিবৃতিতে। রাজনীতিতে এ ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই বলে মন্তব্য করে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
/এনকে
Leave a reply