কৃষিখাতে ভর্তুকি কমানোর প্রতিবাদে জার্মানিতে বিক্ষোভে নেমেছেন দেশটির কৃষকেরা। সোমবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, সপ্তাহব্যাপি এই আন্দোলনে এরইমধ্যে রাজধানী বার্লিনে জড়ো হয়েছেন হাজার হাজার কৃষক। রাস্তায় জড়ো করা হয়েছে শত শত ট্রাক ও ট্রাক্টর। একইভাবে বড় বড় অন্যান্য শহরেও জমায়েত হয়েছেন কৃষকরা।
সম্প্রতি ওলাফ শোলৎজ সরকার সিদ্ধান্ত নেয়, কৃষি খাতে বেশ কিছু ভর্তুকি কমানোর। ফলে দাম বেড়ে যাবে, ডিজেল এবং কৃষি সম্পর্কিত গাড়ির। তারই প্রতিবাদে পথে নেমেছেন দেশটির কৃষকেরা। যদিও সরকার বলছে, এই আন্দোলনের পিছনে উগ্র ডানপন্থিদের হাত আছে। তাদের উস্কানিতেই সহিংস হয়ে উঠেছেন কৃষকেরা।
\এআই/
Leave a reply