ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৭টি গরু পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। সোমবার (৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামে কৃষক জাফর ও জাকির শেখ এর গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, দুই ভাই অনেক কষ্ট করে ৫টি গাভি ও ২টি অট্রোলিয়ান জাতের ষাড় গরু লালন পালন করছিলেন। তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক জাকির শেখ বলেন, গরু চুরির ভয়ে গোয়াল ঘর তালাবদ্ধ করে রাখি। হঠাৎ দেখি গরুর ঘরে আগুন লেগেছে । ৭টি গরু পুড়ে গেছে।
এ বিষয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আবু জাফর জানান, ৯৯৯ এ কল পেয়ে থেকে জানতে পারি ডাঙ্গারপাড় গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোয়াল ঘরের সাতটি গরু পুড়ে ছাই হয়ে যায়।
এএস/
Leave a reply