Site icon Jamuna Television

জনগণ ৭ জানুয়ারির ভোট বর্জন করেছে: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতস্ফূর্তভাবে বর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশেপাশের এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন দশটার মধ্যেই ইসি সচিব বলেছেন কারা এমপি হবে তা ঠিক করা আছে। তবুও নির্বাচনে তারা নিজেরাই মারামারি ঘটিয়েছে।

রিজভী আরও বলেন, জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এ সময় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে নির্বাচন বর্জন করায় দেশবাসী ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রিজভী।

৭ জানুয়ারির নির্বাচনকে ডামি ও প্রহসন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবিও জানান তিনি।

এএস/

Exit mobile version