Site icon Jamuna Television

বিয়ের পিঁড়িতে বসছেন বিজয়-রাশমিকা

বিজয়-রাশমিকা। ছবি: হিন্দুস্তান টাইমস।

ভারতের দক্ষিণী সিনেমার বহুল আলোচিত জুটি বিজয় দেবরকন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের প্রেম নিয়ে রয়েছে নানা গুঞ্জন। অবশেষে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে এই জুটি। সোমবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্ক ভিলা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাগদান করতে পারেন এই জনপ্রিয় জুটি। তবে পরিবারের একান্ত কাছের মানুষদেরকে নিয়ে হবে অনুষ্ঠান। এরপর ভক্তদের জানানো হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এখন পর্যন্ত বিজয়-রাশমিকা জুটি একসাথে কাজ করেছেন দুটি সিনেমায়। সেই সময়ে ভক্তরাও অনেক পছন্দ করে এই জুটিকে। এর আগে, ২০২২ সালের আগস্ট মাসে মালদ্বীপে একসাথে দেখা যায় এই জুটিকে। এরপর দুজনেই মালদ্বীপ থেকে ছবি শেয়ার করতে শুরু করেন। ভক্তদেরও বুঝতে বাকি থাকে না; এই জুটি প্রেম করছেন, চুটিয়ে!

\এআই/

Exit mobile version