গোড়ালিতে পাওয়া চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টে খেলা প্রায় অনিশ্চিত ভারতীয় পেসার মোহাম্মদ শামির। বিসিসিআইয়ের এক সূত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
সূত্রমতে, শামি এখনো বোলিং শুরু করেনি। তাকে এনসিএতে (জাতীয় ক্রিকেট একাডেমি) গিয়ে আগে ফিটনেস পরীক্ষা করাতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য তাকে নিয়ে আমরা ঠিক নিশ্চিত নই।
এনসিএতে ফিটনেস পরীক্ষার পরই জানা যাবে মাঠে নামার জন্য কতটুকু ফিট আছেন তিনি। অথচ গত বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন এই পেসার। আসরে সর্বোচ্চ ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। ইংলিশদের বিপক্ষে তিনি খেলতে না পারলে সেটা বড় ঘাটতির জায়গা হবে ভারতের জন্য।
এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মিলিয়ে ভারতের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। ২৫ জানুয়ারি হায়দরাবাদে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। বিশাখাপত্তনামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২ ফেব্রুয়ারি থেকে। এই দুই ম্যাচে শামিকে পাওয়ার সম্ভাবনা খুবই কম।
/আরআইএম
Leave a reply