ফুটবলে ফিরছেন পিকে

|

জেরার্ড পিকে। ছবি: গেটি ইমেজ।

বার্সেলোনা ও স্পেনের সাবেক ডিফেন্ডার জেরার্ড পিকে ফুটবলে ফেরার ঘোষণা দিয়েছেন। তবে খেলোয়াড় নয়, কোচ হিসেবে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাবেক বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। মঙ্গলবার (৯ জানুয়ারি) এক প্রতিবেদনে স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন পিকে। লিখেন, ‘নতুন বছর। অনেক ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিয়েছি আবার ফুটবলে ফিরব। এবার খেলোয়াড় হিসেবে না, কোচ হিসেবে। এ বিষয়ে সপ্তাহের শেষে বিস্তারিত জানাব’।

জাতীয় দল থেকে আগেই অবসর নিয়েছিলেন পিকে। এরপর গত ২০২২ সালের ৩ নভেম্বর সব ধরনের ফুটবল থেকে অবসর ঘোষণা করেন তিনি। ৫ নভেম্বর, বার্সেলোনার হয়ে শেষ ম্যাচটি খেলেন তিনি।

উল্লেখ্য, বার্সার হয়ে পিকে খেলেছেন ৬১৬ ম্যাচ। গোল করেছেন ৫৩টি। তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, আটটি লা লিগা, সাতটি কোপা দেল রেসহ জিতেছেন মোট ৩০টি শিরোপা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply