অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলের তাণ্ডব। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাফাহ সীমান্ত এলাকায় দখলদারদের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন। এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, আকস্মিক এই হামলায় গুরুতর আহত হয়েছেন অনেকে। এ নিয়ে গেল তিন মাসে ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ২৩ হাজার ছাড়িয়েছে। আহত ৫৯ হাজারের বেশি ফিলিস্তিনি। হতাহতদের ৭০ শতাংশই নারী ও শিশু।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, একটি আবাসিক ভবনে হয় বোমাবর্ষণ। এছাড়া উত্তর ও মধ্যাঞ্চলেও চলছে লাগাতার আগ্রাসন। গেলো ২৪ ঘণ্টায় নুসেইরাত শরণার্থী শিবিরেও আগ্রাসনে বেশ কয়েকজন হতাহত হয়। হামলা হয়েছে আল আকসা হাসপাতালে। সেখানে তিন চিকিৎসক আটকা পড়েছেন।
এদিকে, লেবাননে হামলা চালিয়ে আরও এক শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে তেল আবিব। আইডিএফ’ এর দাবি, এবার তাদের টার্গেটের শিকার গোষ্ঠীটির ড্রোন ইউনিটের প্রধান। যদিও এ দাবি অস্বীকার করেছে ইরান সমর্থিত সংগঠনটি।
\এআই/
Leave a reply