যুদ্ধ চলাকালীন ইউক্রেন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

|

ছবি: গেটি ইমেজ।

যুদ্ধের মাঝে আবারও ইউক্রেনে সরকারের অভ্যন্তরে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তে গেল চার মাসে ২৬ কোটি ডলার তুছরুপের প্রমাণ মিলেছে। বুধবার (১০ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। সেনাবাহিনীর জন্য যুদ্ধের অস্ত্র ও গোলাবারুদ কেনা বাবদ গেল ডিসেম্বর মাসেই প্রায় ৪ কোটি ডলারের দুর্নীতি হয়েছে বলে দাবি প্রতিরক্ষামন্ত্রীর। তদন্তে আরও বড় অর্থ কেলেঙ্কারির চিত্র উঠে এসেছে বলে জানান তিনি।

তবে আইনপ্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করছে মন্ত্রণালয়। একের পর এক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম কেনার প্রক্রিয়াও পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply