ভার্নারকে দলে ভেড়ালো স্পার্স

|

ছবি: টটেনহাম হটস্পার

জার্মান স্ট্রাইকার টিমো ভার্নারকে দলে নিয়েছে টটেনহ্যাম হটসপার। তবে স্থায়ী চুক্তিতে নয়, ৬ মাসের জন্য ধারে ভার্নার এসেছে স্পার্সদের ডেরায়। খবর দ্য গার্ডিয়ানের।

হ্যারি কেইনের ক্লাব ছাড়ার পর নতুন অধিনায়ক টটেনহ্যামের মূল স্ট্রাইকার সন হিয়ুন মিন। দক্ষিণ কোরিয়ার হয়ে এশিয়ান কাপে অংশ নেয়ার কারণে আগামী এক মাস সনের সার্ভিস পাবে না টটেনহ্যাম। সে ঘাটতি পূরণ করতেই আরবি লাইপজিগ থেকে স্ট্রাইকার টিমো ভার্নারকে দলে নিয়েছে লন্ডনের ক্লাবটি।

এর আগেও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছেন এই জার্মান ফুটবলার। চেলসির হয়ে ৮৯ ম্যাচে করেছিলেন ২৩ গোল। লাইপজিগ থেকে স্থায়ীভাবে এই স্ট্রাইকারকে নেয়ার সুযোগ আছে টটেনহ্যামের। মৌসুম শেষে ১৫ থেকে ২০ মিলিয়ন পাউন্ডে ভার্নারকে নিতে পারবে স্পার্সরা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply