আমি তো জয় বাংলারই লোক: ব্যারিস্টার শাহজাহান ওমর

|

আওয়ামী লীগ থেকে এমপি হয়ে শপথ নিলেন, কেমন লাগছে? প্রশ্নের জবাবে ব্যারিস্টার শাহজাহান ওমর বললেন, আরে আমি তো পুরনো জয় বাংলার লোক, মুক্তিযোদ্ধা। নাথিং নিউ।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তাকে প্রশ্ন করা হয়েছিল, সংসদে আপনার ভূমিকা কী হবে এবং কতটা সমন্বয় করে কাজ করতে পারবেন? জবাবে বলেন, আপনারা তো জানেন আমি ব্যারিস্টার, কীভাবে কথা বলতে হয়, আই নো ইট। আপনারা দেখবেন, ভালো কথা বলবো।

চব্বিশের ভোটে নির্বাচিত হওয়া নিয়ে সে সময় তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বললেন, আমি তো নির্বাচিত ’৭৯ সাল থেকে। বিএনপি থেকে চারবার নির্বাচিত হয়েছি। বিএনপি তিনবার নির্বাচন করেনি। এবার নেত্রী আমাকে ডেকেছে। তার ডাকে সাড়া দিয়ে নির্বাচন করেছি। প্রতিক্রিয়া ইজ নাথিং নিউ।

প্রসঙ্গত, দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ মুহূর্তে জামিন পেয়ে জেল থেকে বেরিয়েই আওয়ামী লীগের মনোনয়ন পান ব্যারিস্টার শাহজাহান ওমর। বহিষ্কৃত হন বিএনপি থেকে। শেষ পর্যন্ত ৭ জানুয়ারির ভোটে ঝালকাঠি-১ আসনে নৌকা নিয়ে সংসদ সদস্য হন সাবেক এ আইন প্রতিমন্ত্রী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply