চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচশ ছাড়ালো

|

ফাইল ছবি।

চলতি বছরে এখন পর্যন্ত ৫৪৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বুধবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (১০ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত এডিস মশাবাহিত এই রোগ নিয়ে ৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৮ জন এবং ঢাকার বাইরের ৪১ জন। তবে এই সময়ে মধ্যে কারও মৃত্যু হয়নি। এদিন ৮১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার বাসিন্দা ২০২ জন। আর ৩৪২ জন ঢাকার বাইরের। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩৬৬ জন। চলতি বছর ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি ঘটেছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply