সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৩৫

|

নির্বাচন কেন্দ্রীক সহিংসতায় সুনামগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত। দুই পক্ষের এই সংঘর্ষ থামাতে পুলিশ শতাধিক রাবার বুলেট ছোড়ে। যাতে গুলিবিদ্ধ হয়েছেন ৩৫ জন।

বুধবার (১০ জানুয়ারি)  দুপুরে উপজেলা সদরের পাশের গ্রাম পূর্ব মাছিমপুর ও নৈনগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

সংঘর্ষস্থল থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশঙ্কায় ওই দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের দিন দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও ঈগল প্রতীকে সমর্থকদের মধ্যে জাল ভোটকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এর জের দুপুরে দুই পক্ষের সমর্থকরা ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার রনজয় চন্দ্র মল্লিক জানান, দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযান চালিয়ে বাঁশ, লাটি, রামদা ও বুলেট উদ্ধার করে। সংঘর্ষে জড়িত ৯ জনকে আটক করা হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply