‘জাতীয় সংসদ বহাল রেখে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না’

|

আগামী নির্বাচন কিভাবে হবে তা এখনো স্পষ্ট নয়, জাতীয় সংসদ বহাল রেখে কোন নির্বাচন দেশবাসী মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সাহেব মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। দুপুরে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রেজাউল করিম আরো বলেন, নির্বাচন নিয়ে প্রধান দুই দল মুখোমুখি অবস্থানে দেশের মানুষ আতঙ্কিত। প্রধান দুই দলের হাত থেকে মানুষ মুক্তি পেতে চায় দেশের মানুষ। এছাড়া নির্বাচনের পরিবেশ করে দেওয়া হলে আগামী নির্বাচনে ৩০০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লড়বে বলেও জানান তিনি। সমাবেশে সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানে ১০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবি আদায় না হলে ১২ অক্টোবর ঢাকায় বিক্ষোভ মিছিল সহ বেশ কয়েকটি কর্মসূচি দেয়া হয়। মহাসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply