৮ গোলের রোমাঞ্চে প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ সময়ের দুই গোলে নগর প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।
খেলার ৬ মিনিটেই প্রতিদ্বন্দ্বিতার আগুন বাড়িয়ে মারিও হারমোসোর ফিনিশিংয়ে ১-০ ব্যবধানের লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথমার্ধের ২০ মিনিটে রুডিগারের গোলে সমতায় ফেরার পর ৯ মিনিটের ব্যবধানে ২-১ গোলের লিড নেয় রিয়াল মাদ্রিদ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে বিরতিতে যাওয়ার আগে অ্যালেটিকোকে সমতায় ফেরান আতোঁয়া গ্রিজমান।
দ্বিতীয়ার্ধ কেটেছে কিছুটা গোল খরায়। আক্রমণ শানিয়েছে দুদলই কিন্তু শেষ পর্যন্ত সফল হয়ে পারেনি কেউ। অবশেষে ৭৮ মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ার পর ৭ মিনিটের ব্যবধানে দানি কারভাহালের গোলে সমতায় ফেরে আনচেলত্তি শিষ্যরা। নির্ধরিত সময়ের খেলা ৩-৩ গোলে শেষ হলে ম্যাচের নিষ্পত্তি গড়ায় অতিরিক্ত সময়ে।
অন্তিম মূহুর্ত পর্যন্ত মাদ্রিদকে আটকে রাখতে পারলেও শেষ মূহুর্তের দুই গোলে ৫-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা। ১১৬ মিনিটে কারভাহালের ক্রসে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করেন জোসেলু। আর অতিরিক্ত সময়ের শেষ দিকে কর্নার কিক থেকে বল চলে যায় মাঝমাঠের দিকে। তখন বলের নিয়ন্ত্রণ নিতে ওবলাকের সঙ্গে দৌড় প্রতিযোগিতায় জেতেন ব্রাহিম দিয়াজ। ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে গোলও পেয়ে যান তিনি।
/এএম
Leave a reply