ইউক্রেনের লাগাতার হামলার কারণে বেলগোরোদ থেকে স্কুল শিক্ষার্থীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। বুধবার (১০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন অঞ্চলটির গভর্নর। জানিয়েছে মস্কো টাইমস, ফ্রান্স টোয়েন্টি ফোর।
জানান, বেলগোরোদ থেকে শিক্ষার্থীদের সরিয়ে ভোরোনেজ অঞ্চলে অস্থায়ী ক্যাম্পে নেয়া হয়েছে। কর্তৃপক্ষের তথ্যে, এখন পর্যন্ত প্রায় তিনশ বাসিন্দাকে শহরটি থেকে সরিয়ে নেয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এটিই রাশিয়ার কোনো শহর থেকে সবচেয়ে বেশি নাগরিক সরে যাওয়ার ঘটনা।
সম্প্রতি রণকৌশল পাল্টে রুশ ভূখণ্ডে ব্যাপক হামলা চালাচ্ছে ইউক্রেন। সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছে সীমান্তবর্তী এই বেলগোরোদ অঞ্চল। গত সপ্তাহে এই অঞ্চলে কিয়েভের ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে পাঁচ শিশুসহ অন্তত ২৫ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়।
/এএম
Leave a reply