খারকিভের হোটেলে মিসাইল হামলা রাশিয়ার

|

ইউক্রেন বলছে, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হোটেলে ইউক্রেনের কোনো সেনা ছিল না। ছবি: রয়টার্স

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে আবারও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (১০ জানুয়ারি) রাতের ঐ অভিযানে আহত কমপক্ষে ১৩ জন। খবর বিবিসির।

একজনের অবস্থা সঙ্কটাপন্ন। জানা যায়, রাত সাড়ে ১০টা নাগাদ পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোড়ে রুশবহর। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এসব তথ্য প্রকাশ করেন খারকিভের গভর্নর। জানান, হামলার টার্গেট ছিলো শহরের কেন্দ্রে থাকা একটি হোটেল। হামলার ধাক্কায় ধসে পড়েছে এর দেয়াল, ব্যালকনি। সামনের রাস্তাও ক্ষতিগ্রস্ত।

আহতদের মধ্যে রয়েছেন দুই বিদেশি ও এক সাংবাদিক। তাদের তুর্কি ও জর্জিয়ান নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। বর্তমানে সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে হামলায় কোনো সেনা সদস্য হতাহত হননি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply