বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসির সঙ্গে যুবকের হাতাহাতি!

|

বরিশালে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এক যুবককে পুলিশে তুলে দিয়েছে জেলা প্রশাসন। জানা গেছে, মামলার বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি পর্যন্ত গড়ায় তাদের বাকবিতণ্ডা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘটনা ঘটে।

জেলা প্রশাসকের কর্মকর্তারা জানান, কোন একটি মামলা সংক্রান্ত বিষয়ে জেনারেল সার্টিফিকেট অফিসার অংমাচিং মারমার কক্ষে বসে এনডিসি অংছিং মারমার সাথে কথা কাটাকাটি হয় যুবক মেহেদী হাসানের। এ সময় যুবকের সাথে এনডিসি অংছিং মারমার হাতাহাতির ঘটনাও ঘটে।

পরে অভিযুক্ত মেহেদী হাসানকে এনডিসি কক্ষে আটকে রেখে পুলিশে তুলে দেয়া কর্মচারীরা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

আটককৃত যুবক মেহেদী বলেন, একটা মামলার সাথে উনি জড়িত কিনা সে বিষয়ে তাকে জিজ্ঞেস করি। এ সময় অংছিং মারমা আমাকে একটা চড় মারে। পরে আমিও একটা চড় মেরেছি।

বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, একজন যুবক অফিসে এসে আমাদের কর্মকর্তাদের হুমকি দিয়েছে। বিষয়টি যেহেতু আইনগত বিষয় তাই আমরা সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি। তারা আইনগত ব্যবস্থা নিবে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply