শপথ নিলেন ১১ প্রতিমন্ত্রী

|

নতুন সরকারের ১১ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদেরকে শপথবাক্য পাঠ করান।

এর আগে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করান। এরপর নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেন। পরে প্রতিমন্ত্রী শপথ নেন। শপথের পর তারা প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয় শপথে স্বাক্ষর করেন। প্রধামন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ উপলক্ষ্যে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। ছিলেন তিন বাহিনীর প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

নতুন সরকারের প্রতিমন্ত্রীরা হলেন, সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ, জুনাইদ আহমেদ পলক, মোহাম্মদ আলী আরাফাত, মহিববুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, জাহিদ ফারুক, কুজেন্দ্র লাল ত্রিপুরা, রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী ও আহসানুল ইসলাম টিটু।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply