শিক্ষা থেকে সরলেন ডা. দীপু মনি, গেলেন সমাজকল্যাণে

|

ডা. দীপু মনি। ফাইল ছবি।

নবগঠিত মন্ত্রিসভায় সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডা. দীপু মনি। বিদায়ী মন্ত্রিপরিষদে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। মহিবুল হাসান চৌধুরী নওফেলকে এবার শিক্ষামন্ত্রী করা হয়েছে। তিনি গত মন্ত্রিসভায় একই মন্ত্রণালয়ে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের শপথ পাঠ শেষে জানানো হয়, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বঙ্গভবনে তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপ্রধান মো. সাহাবুদ্দিন।

এ শপথ অনুষ্ঠান তিন ধাপে হয়। প্রথম ধাপে প্রধানমন্ত্রী, দ্বিতীয় ধাপে পূর্ণ মন্ত্রীরা, তৃতীয় ধাপে প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এখন পর্যন্ত প্রধানমন্ত্রীসহ এবারের মন্ত্রিপরিষদে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন ৩৭ জন। এর মধ্যে ২৫ জনকে পূর্ণ মন্ত্রী এবং ১১ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। শেখ হাসিনা সরকারপ্রধানের পাশাপাশি প্রতিরক্ষা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সংস্কৃতি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply