আজ বঙ্গবন্ধুর প্রতিকৃতি-স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ শুক্রবার (১২ জানুয়ারি) ধানমন্ডি যাচ্ছেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এদিন বেলা ১০টায় প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন তারা। এরপর বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধেও শ্রদ্ধা জানাবেন তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায়, বঙ্গভবনে টানা চতুর্থবার ও সব মিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হচ্ছেন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।

একই অনুষ্ঠানে বঙ্গভবনে শপথ নিয়েছেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগের ২২২ জন নির্বাচিত হয়েছেন। এছাড়া, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন, জাসদের ১, কল্যাণ পার্টির ১ ও ওয়ার্কার্স পার্টির ১ জন নির্বাচিত হয়েছেন।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply