শীতে কমবে সবজির দাম? সে আশার গুড়ে বালি

|

শীতে সবজির দাম কমবে, এমন প্রত্যাশায় ছিলেন ক্রেতারা। তাদের সে আশায় গুড়ে বালি। এ বছরের চিত্র পুরোটাই ভিন্ন। বছরজুড়ে চড়া দাম তো ছিলোই, শীতের ভরা মৌসুমেও অস্বস্তি সব্জির বাজরে। বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা কেজি। চড়া দামে সবজি কিনতে এস ক্রেতাদের কাহিল অবস্থা। দাম নিয়ন্ত্রণে সবজি বাজারে তদারকি চান তারা।

ভরা মৌসুম। তাই শীতকালীন সবজিতে ভরপুর রাজধানীর কাঁচাবাজার। থরে থরে টাটকা সবজির পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।

তবে এই দৃশ্যতে কেবল চোখের স্বস্তি মেলে। কিন্তু স্বাদ নিতে চাইলে মিলবে ততটাই অস্বস্তি। শীতকালীন সবজি কেনার সাধ্য নেই সীমিত আয়ের বেশিরভাগ ক্রেতার। ভরা মৌসুমেও বেশিরভাগ সবজির দাম ১০০ টাকা কেজি। দোকানভেদে তার চেয়েও বেশি। প্রতি কেজি করলা, বেগুন, সিম এর জন্য গুণতে হবে ৯০-১০০ টাকা। মাঝারি আকারের একটি লাউয়ের জন্য দিতে ১০০ টাকা। আর ৬০ টাকার নিচে মিলছে না ফুলকপি, বাধাকপি। চড়ামূল্যে সবজি কিনতে গিয়ে ত্রাহি অবস্থা ক্রেতাদের।

এ বছর শীতকালীন সবজির দাম দ্বিগুণেরও বেশি, এমন কথা বলছেন বিক্রেতারাও। আড়ত থেকে পাইকার-এ্ই দুই স্তরেই দাম বাড়ানো হচ্ছে, এমন অভিযোগ তাদের। এর সাথে যোগ হচ্ছে বাড়তি পরিবহন খরচ। যার প্রভাব এসে পড়ছে পণ্যের দামে।

এদিকে নতুন করে বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। এক কেজি আদা-রসুনের জন্য গুণতে হবে ২২০-২৩০ টাকা।

আলুর বাজরেও দামে কোন হেড়ফেড় নেই। ৬০ টাকা কেজির নীচে মিলছে না নতুন আলু।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply