কঙ্গোতে বন্যায় কমপক্ষে ৪০ জনের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত

তীব্র বন্যার কবলে পড়েছে আফ্রিকার দেশ কঙ্গো। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশটির বুকাভু শহরে প্রাণ গেছে কমপক্ষে ৪০ জনের।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাতে টানা কয়েকঘণ্টা ধরে প্রবল বৃষ্টি হয়। বর্জ্য আটকে বন্ধ হয়ে যায় শহরের পানি চলাচলের মূল রাস্তা। যেকারণে আটকে যায় বৃষ্টির পানি। এতে জলাবদ্ধতাও তৈরি হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কয়েকশ আবাসিক ভবন। বাস্তুচ্যুত হয়েছেন হাজারের বেশি মানুষ।

কর্তৃপক্ষ আরও জানায়, ভূমিধসের কারণে বহু হতাহত হয়েছে। বন্যা ও ভূমিধসে আটকে পড়াদের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া কাসাই প্রদেশের অসংখ্য বাড়িঘর, গির্জা ও রাস্তাও বিধ্বস্ত হয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply