গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ তাণ্ডব অব্যাহত

|

প্রিয় সন্তানের মৃতদেহ হাতে নিয়ে শোক করছেন একজন ফিলিস্তিনি বাবা। ছবি: আল জাজিরা।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর ভয়াবহ তাণ্ডব অব্যাহত। গেল ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলীয় রাফাসহ পুরো অঞ্চলজুড়ে বোমাবর্ষণ করেছে দখলদাররা। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাফা শহরে একটি আবাসিক ভবনে আগ্রাসনে প্রাণ হারিয়েছে অন্তত ৯ জন। যাদের মধ্যে এক শিশুও রয়েছে। গুরুতর আহত আরও অনেকে।

এছাড়া গাজা শহরের একাধিক স্থাপনাও হয় হামলার টার্গেট। দেইর আল বালাহ শরণার্থী শিবিরে ইসরায়েলি আগ্রাসনে নিহত আরও পাঁচজন। এদিকে খান ইউনিসে একটি গাড়িতে বোমা হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে ২৩ হাজারের ওপর ফিলিস্তিনি। আহত প্রায় ৬০ হাজার।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply