ইয়েমেনের ভূখণ্ডে মার্কিন জোটের হামলায় মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন দেশের

|

মার্কিন যুদ্ধ জাহাজ আরএএফ টাইফুন। ছবি: রয়টার্স।

ইয়েমেনের ভূখণ্ডে মার্কিন জোটের হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই অভিযানের ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদি আরব। সংঘাত এড়াতে বিবাদমান পক্ষগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রিয়াদ।

অন্যদিকে এ হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে রাশিয়া। বিবৃতিতে মস্কো জানায়, ইয়েমেনের ওপর এ ধরণের হামলা মার্কিন আগ্রাসনের বহিপ্রকাশ।

তবে যুক্তরাষ্ট্রের এই অভিযানকে সমর্থন জানিয়েছে ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়াসহ পশ্চিমা বিভিন্ন দেশ। হুতি বিদ্রোহীদের দমনে যুক্তরাষ্ট্রকে সব ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলে জানায় এসব দেশ।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply