মহারাষ্ট্রের একটি প্রাচীন পবিত্র শহর নাসিক। এই শহরের একটি মন্দিরে ধোয়া-মোছা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিলেন ‘স্বচ্ছ ভারত’ অভিযানের বার্তা। শুক্রবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের নাসিকের কালারাম মন্দিরে ধোয়া-মোছা করতে দেখা যায় মোদিকে। এক ভিডিওতে উঠে আসে সেই দৃশ্য। ভিডিওতে মোদিকে বলতে শোনা যায়, সকলে মিলে যেন মন্দির পরিষ্কার রাখা হয়। আগামী ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সমস্ত তীর্থ স্থানে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে যেন সকলে শামিল হন।
এছাড়াও এই ভিডিওতে নিজের হাতে বালতি ভর্তি জল নিয়ে মপের সাহায্যে মন্দির চত্বরের মেঝে পরিষ্কার করতে দেখা যায় মোদিকে। এরপর, মন্দিরে প্রার্থনা করেন তিনি।
\এআই/
Leave a reply