ডেঙ্গুতে টানা তিনদিন কারও মৃত্যু হয়নি। শুক্রবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তবে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ১০ জন এবং ঢাকার বাইরের ৭ জন। চলতি বছরের এখন পর্যন্ত ৬০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ২২৬ জন। আর ৩৮১ জন ঢাকার বাইরের। এদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৩২৪ জন। চলতি বছর ডেঙ্গুতে ৪ জনের প্রাণহানি ঘটেছে।
এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত আটদিন এডিস মশাবাহিত এই রোগে কারও মৃত্যু হয়নি।
/আরএইচ
Leave a reply