রাজধানীর পান্থপথে সাত তলা থেকে পড়ে নারীর মৃত্যু

|

রাজধানীর পান্থপথে একটি ভবনের সাত তলা থেকে পড়ে এক নারী মারা গেছেন। শুক্রবার (১২ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

কলাবাগান থানার পুলিশ জানায়, পান্থছায়া কমপ্লেক্সের একটি ভবনের সাত তলায় ওই নারী তার ছেলে এবং গৃহপরিচারিকাকে নিয়ে বসবাস করতেন। রাতে সাত তলা থেকে কিছু একটা পড়ার শব্দ পান ভবনের নিরাপত্তা কর্মীরা। খোঁজ নিয়ে তারা সেই নারীকে পড়ে থাকতে দেখেন। তখন বাসায় খোঁজ নেয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

মৃত নারীর নাম হামিদা রহমান। তার সন্তান মশিউর যমুনা টেলিভিশনকে জানান, তার বাবার মৃত্যুর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তার মা। এর আগেও বাসা থেকে পালানোর চেষ্টা করেন তিনি। গতরাতে বাসা থেকে পালাতে জানালার গ্রিল খুলে কোমরে শাড়ি পেচিয়ে নিচে নামার চেষ্টা করেন তিনি। এ সময় হয়তো এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে পুলিশের ধারণাও একই। পুলিশ জানায়, ওই নারী নিজের ঘরের দরজা বন্ধ করে জানালার গ্রিল খুলে বাইরে বের হতে গিয়ে নিচে পড়ে যান। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply