করোনা মহামারির সময় দুর্নীতির অভিযোগে ভিয়েতনামের সাবেক দুই মন্ত্রীকে কারাদণ্ড দেয়া হয়েছে। ভাইরাস টেস্ট কিট কেলেঙ্কারি মামলায় শুক্রবার (১২ জানুয়ারি) এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত।
জানা গেছে, সাবেক স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লংকে ১৮ বছর এবং বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক মন্ত্রী চু এনগক আনকে তিন বছরের কারাভোগের সাজা দেয়া হয়েছে। মহামারী চলাকালে ভাইরাস পরীক্ষার র্যাপিড টেস্ট কিট কিনতে ঘুস নেয়া এবং নিয়ম ভঙ্গের দায়ে প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে।
রায়ে বলা হয়, স্থানীয় একটি কোম্পানির যোগসাজশে টেস্ট কিটের অতিরিক্ত দাম নির্ধারণের সহায়তার বিনিময়ে মোটা অঙ্কের ঘুস নিয়েছিলেন তারা। তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ২২ লাখ ডলারের বেশি অর্থ নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।
রায়ে আরও বলা হয়, একই ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে আরও এক প্রতিমন্ত্রীরও তিন বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অভিযুক্ত কোম্পানির আরও ৩৭ কর্মকর্তারকে ২০ মাস থেকে শুরু করে ১৩ বছর পর্যন্ত সাজা দেয়া হয়েছে।
এটিএম/
Leave a reply