লোহিত সাগরকে রক্তের সাগরে পরিণত করতে চায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। ইয়েমেন ভূখণ্ডে হামলার জেরে শুক্রবার (১২ জানুয়ারি) পশ্চিমাদের কঠোর সমালোচনা করে এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশটিতে পশ্চিমাদের যৌথ অভিযানকে অসম শক্তিমত্তার ব্যবহার হিসেবে আখ্যা দেন তিনি। তবে হুতি বিদ্রোহীরা সফলভাবে হামলা প্রতিরোধ করছে বলেও মনে করেন এই নেতা।
একই সাথে গাজায় অমানবিক আগ্রাসনের জন্য ইসরায়েলের তীব্র সমালোচনা করেন এরদোগান। বলেন, আন্তর্জাতিক বিচার আদালতে তেল আবিবের বিরুদ্ধে গণহত্যার প্রমাণ উপস্থাপন করবে তুরস্ক।
\এআই/
Leave a reply