চোটের কারণে এবার উইন্ডিজ সিরিজ অনিশ্চিত রিচার্ডসনের

|

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ খেলা অনিশ্চিত অস্ট্রেলিয়ান পেস বোলার ঝাই রিচার্ডসনের। বিগ ব্যাশে গত বুধবার পার্থ স্কর্চার্সের হয়ে ব্রিজবেন হিটের বিপক্ষে খেলার পরই সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন তিনি।

স্ক্যান করার পর জানা যায় তার চোট গুরুতর। বিগ ব্যাশের চলতি আসরের বাকি অংশে খেলতে পারবেন না ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। ঘরের মাঠে উইন্ডিজের বিপক্ষে দুই টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৭ জানুয়ারি দু’দলের মধ্যকার প্রথম টেস্ট শুরু হবে। টেস্টের পরই মাঠে গড়াবে ওডিআই।

১৩ সদস্যের ওয়ানডে দলে রয়েছেন রিচার্ডসন। ম্যাচ তিনটি হবে আগামী ২, ৪ ও ৬ ফেব্রুয়ারি। এই সিরিজে রিচার্ডসনের খেলা এখন তাই অনেকটাই অনিশ্চিত। ক্যারিয়ারে আগেও অনেকবার চোটে পড়েছেন রিচার্ডসন। কাঁধে অস্ত্রোপচার করার পর এখনও ঠিকমতো থ্রো করতে পারেন না তিনি। এবার পড়লেন আরেকটি চোটে। এই সংস্করণে দেশের হয়ে সবশেষ ২০২২ সালের জুনে খেলেছিলেন তিনি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply