নড়াইলে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাতিজাদের বিরুদ্ধে

|

নড়াইল করেসপনডেন্ট:

জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলে এক কৃষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৩ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই কৃষকের নাম ওলিয়ার মোল্যা। তিনি চরদিঘলিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্যার ছেলে।

স্থানীয়রা জানান, ওলিয়ার মোল্যার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই রোকনউদ্দিন মোল্যার সাথে। শনিবার সকালে বিরোধপূর্ণ জমিতে চাষাবাদের জন্য যান ওলিয়ার। এ সময় রোকউদ্দিনের দুই ছেলে রবিউল ও রিয়াদ দলবল নিয়ে ওলিয়ারের ওপর হামলা করে। তারা ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নিহতের স্ত্রী আছমা বেগম অভিযোগ করে বলেন, পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ, রোকন মোল্যার নেতৃত্বে রবিউল, রিয়াদসহ ২০ থেকে ২৫ জন তার স্বামীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply