টেলিভিশনে লাইভ চলাকালীন বিশেষজ্ঞের আকস্মিক মৃত্যু

|

কৃষি বিশেষজ্ঞ অনি এস দাস। ছবি: এনডিটিভি।

ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে দূরদর্শন চ্যানেলে কৃষি দর্শন অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় হঠাৎ অজ্ঞান পড়েন একজন কৃষি বিশেষজ্ঞ। অনুষ্ঠান চলাকালীন অবস্থায় মৃত্যু হয় তার। শনিবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কৃষি বিশেষজ্ঞের নাম অনি এস দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। অজ্ঞান হলে বিশেষজ্ঞকে দ্রুত তিরুবনন্তপুরম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, দাস কেরালা ফিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্বরত ছিলেন তিনি। কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়ের হেড অব দ্য কমিউনিকেশন সেন্টারের প্রধানও ছিলেন অনি এস দাস।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply