১০০তম দিনে পৌঁছেছে ইসরায়েল-হামাস যুদ্ধ

|

প্রিয় সন্তানের মৃতদেহ কাঁধে নিয়ে শোক করছেন ফিলিস্তিনি মা। ছবি: আল জাজিরা।

ইসরায়ল-হামাস সংঘাতের পেরিয়েছে ১০০ দিন। গেল ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে নিহত ২৩ হাজার ৮’শর ওপর। আহত আরও ৬০ হাজারের বেশি। হতাহতদের ৭০ শতাংশ নারী এবং শিশু। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল ২৪ ঘণ্টায়ও ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে প্রাণ হারিয়েছে আরও ১৩৫ জন। গুরুতর আহত তিন শতাধিক।

শনিবার রাফাহ, নুসেইরাত শরণার্থী শিবির, মধ্যাঞ্চল, খান ইউনিস’সহ বেশ কয়েকটি এলাকায় বোমা বর্ষণ করে দখলদাররা। রাফায় একটি আবাসিক ভবনে বিমান হামলায় নিহত হয়েছেন দুই বছরের এক শিশুসহ ১৪ ফিলিস্তিনি।

জাতিসংঘ বলছে, গেল তিন মাসের বেশি সময় ধরে চলা আগ্রাসনে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জনবহুল উপত্যকাটি। খাবার, সুপেয় পানি, ওষুধ, চিকিৎসা সামগ্রীর অভাবে মানবেতর অবস্থায় দিনপাত করছে গাজাবাসী। প্রতিদিন ১৮০ ট্রাক খাদ্য সহায়তা প্রয়োজন হলেও প্রবেশের সংখ্যা অনেক কম।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply