ইরাক ও সিরিয়ায় অভিযান তুরস্কের

|

ছবি: এবিসি নিউজ।

ইরাক ও সিরিয়ায় অভিযান চালিয়ে অন্তত ৩২ কুর্দি জঙ্গিকে হত্যার দাবি করেছে তুরস্ক। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির ৯ সেনার মৃত্যুর জবাবে এ অভিযান। ইরাক ও সিরিয়া দুই দেশেরই উত্তরাঞ্চলে চালানো হয় অভিযান। লক্ষ্য ছিলো কুর্দিদের বিভিন্ন সামরিক স্থাপনা। এসব হামলায় ইরাকে ২৩ ও সিরিয়ায় ৯ জঙ্গি নিহতের দাবি করেছে এরদোগান প্রশাসন।

গত শুক্রবার, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি ও পিকেকে পার্টির সাথে হামলা-পাল্টা হামলার ঘটনায় তুরস্কের ৯ সেনা নিহত হয়। আহত হয় আরও চারজন। এর জবাবেই, ক্রসবর্ডার অ্যাটাক চালায় আঙ্কারা। প্রায়ই ইরাক ও সিরিয়ায় কুর্দিবিরোধী অভিযান চালায় দেশটি।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply