বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু মেডিকেলে ( বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। আজ শনিবার বিকালে সাংবাদিকদেরকে তিনি জানান, কাল রোববার দুপুরে সভা করে মেডিকেল বোর্ড পরবর্তী করণীয় ঠিক করবে।
এর আগে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিকাল সাড়ে ৩টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। বিএসএমএমইউএ’র ৬১২ নম্বর কেবিনে আছেন বিএনপি চেয়ারপারসন।
বিকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নিয়ে রওনা দেন নিরাপত্তা বাহিনী।
গত ৪ অক্টোবর উচ্চ আদালত বিএসএমএমইউ’তে খালেদা জিয়ার চিকিৎসা করাতে ৫ সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দেন। বিএসএমএমইউ’র চিকিৎসক আবদুল জলিল চৌধুরী ও বদরুন্নেসা আহমেদ এ বোর্ডে রয়েছেন।
আদালত খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী ফিজিওথেরাপিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের অনুমতি দেন। এছাড়া বোর্ডের অনুমতি সাপেক্ষে বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক নিতে পারবেন খালেদা জিয়া।
এর আগে গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একদফা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিলো।
Leave a reply