ইউক্রেনের বেশকয়েকটি সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে রাশিয়া। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায়।
শনিবার নিয়মিত ব্রিফিংয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এসব হামলায় কিনঝাল হাইপারসনিক মিসাইলসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন নানা অস্ত্র ব্যবহার করা হয়েছে।
মস্কোর দাবি, আর্টিলারি শেল, গান পাওডার ও ড্রোন উৎপাদন হয় এমন কয়েকটি অস্ত্র কারখানা ছিল হামলার লক্ষ্যবস্তু। প্রতিটি হামলাই সফল হয়েছে বলে দাবি দেশটির।
এদিকে, একইদিন ইউক্রেনের বিমান বাহিনী জানায়, দেশটিতে অন্তত ৪০টি মিসাইল ও ড্রোন ছোঁড়া হয়েছে। যার মধ্যে সাতটি ক্রুজ মিসাইল ও একটি গাইডেড এয়ার মিসাইল ভূপাতিত করা হয়। এছাড়া অন্তত ২০টি রুশ হামলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেও দাবি কিয়েভের।
\এআই/
Leave a reply