‘বরফ স্নানে’ দুর্ভোগ থেকে মুক্তির প্রার্থনা জাপানে

|

হাড় কাঁপানো ঠান্ডা পানি দিয়ে গোসল করলেই মিলবে দুর্ভোগ থেকে মুক্তি এই বিশ্বাসে জাপানে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বরফ স্নান। শনিবার (১৩ জানুয়ারি) দেশটির রাজধানী টোকিওর কান্দা মায়োজিন মন্দিরে হয় এমন আয়োজন। এ সময় শুচিমুক্ত হয়ে ঐতিহ্যবাহী রীতি অনুসারে চলে প্রার্থনা। খবর ভয়েস অব আমেরিকা।

চলতি বছরের শুরুতেই ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভুমিকম্প অনুভূত হয় জাপানের পশ্চিম উপকূলে। এতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই শতাধিক। আহত হয়েছে আরও সহস্রাধিক। ভস্মীভূত ঘরবাড়ি, ফাটল দেখা দেয়া রাস্তায় এখনও চলছে সংস্কার।এই দুর্যোগ থেকে দ্রুত পুনরুদ্ধারেই চলে প্রার্থনা।

চলতি বছরের বরফ স্নান আর প্রার্থনায় অংশ নেন ৩২ পূণ্যার্থী। ৩৭ বছর আগে কান্দা মায়োজিন মন্দিরে এই রীতি শুরু হয়।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply