হট এয়ার বেলুন উৎসবে মাতলো চিলি

|

সান্তিয়াগোতে লেগুনা ক্যারেন পার্কে আন্তর্জাতিক বেলুন উত্সবে বেলুনের লাইনগুলো ঠিক করছেন একজন ক্রু। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল হট এয়ার বেলুন ফেস্টিভ্যালের আয়োজন করলো লাতিন দেশ চিলি। শনিবার (১৩ জানুয়ারি) রাজধানী সান্তিয়াগোতে বর্ণিল উৎসবে মাতেন শহরবাসী। খবর ডাব্লিউভি নিউজের।

ছোট্ট শিশু থেকে প্রবীণ, বাদ পড়েনি কেউই। লেগুনা ক্যারেন পার্ক থেকে নানা রঙের ঢাউস সব বেলুন ওড়ান প্রতিযোগীরা। তিনদিনের এই মনোমুগ্ধকর আয়োজনের পর্দা নামবে আগামী রোববার।

২০০২ সালে লাতিন আমেরিকায় প্রথমবার অনুষ্ঠিত হয় চোখ ধাঁধানো বেলুন উৎসব। সেইবার আয়োজক দেশ ছিলো মেক্সিকো। দুই দশক পর এবার এটি হলো চিলিতে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply