Site icon Jamuna Television

মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা সরাতে নির্দেশ প্রেসিডেন্ট মুইজ্জুর

মালদ্বীপ থেকে আগামী ১৫ মার্চের মধ্যে সব ভারতীয় সেনা সরাতে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু।

শনিবার (১৩ জানুয়ারি) চীন সফর শেষে দেশে ফেরার পরপরই এ নির্দেশ দেন তিনি। ক্ষমতায় আসার আগে থেকেই মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলে আসছিলেন মোহামেদ মুইজ্জু। ক্ষমতায় এসেও একই সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারে সময় বেঁধে দিলেন তিনি।

ভারতীয় সেনা প্রত্যাহার নিয়ে রোববার দিল্লি ও মালের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক হয়। এ সময় ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহার বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হয়। তবে এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এটিএম/

Exit mobile version