গাজায় ইসরায়েলি অভিযানে ৪ হামাস সদস্য নিহত

|

গাজায় ট্যাংক নিয়ে ইসরায়েলের রাতভর হামলা। ছবি: আল জাজিরা।

গাজার মধ্যাঞ্চলে অভিযান চালিয়ে ৪ হামাস সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েল। রোববার (১৪ জানুয়ারি) রাতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির বিভিন্ন টানেল লক্ষ্য করে হামলা হয়। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্স এ খবর জানায়।

আইডিএফ বলছে, চলমান অভিযানে এখন পর্যন্ত ৯ হাজারের বেশি হামাস সদস্য প্রাণ হারিয়েছে। এমন মন্তব্য করেছেন সংগঠনটির রাজনৈতিক ও সামরিক শাখার শতাধিক নেতাও।

এদিকে, জাবালিয়া শরণার্থী ক্যাম্পে আবারও তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার রাতের হামলায় প্রাণ গেছে ১৫ ফিলিস্তিনির। এ নিয়ে উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি ২৪ হাজার ছাড়িয়েছে।

এর আগে জাতিসংঘ জানায়, ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ত্রাণ সংরক্ষণের বিভিন্ন গুদাম। তীব্র শীত, খাবার ও ওষুধের সংকটে বিপর্যস্ত গাজা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply