আবারও শৈত্যপ্রবাহের তারিখ জানালো আবহাওয়া অধিদফতর, পারদ নামবে ৮-১০ ডিগ্রিতে

|

জানুয়ারির ২০ তারিখের পর আবারও শৈত্যপ্রবাহ হতে পারে। তখন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস এ উঠানামা করতে পারে। এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১৫ জানুয়ারি) সকালে আবহাওয়া অফিস জানায়, ১৮ থেকে ২০ জানুয়ারির মধ্যে দেশের বেশকিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিনদিন সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের মৃদু শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কেটে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, রাত থেকে জমাট কুয়াশা দুপুর পর্যন্ত বিরাজ করছে। সূর্যের তাপ ঠিকমত পৌঁছাতে না পারায় বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। তবে আগামী দুইদিন একটু একটু করে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় দুপুরের দিকে দৈনিক এক ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়বে। এতে ঠান্ডার তীব্রতা খানিকটা কমতে পারে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply