নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে আ. লীগ: রিজভী

|

ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রতিহিংসার রাজনীতি করছে। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে দেয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। বিএনপির আহ্বানে সাড়া দিয়ে মানুষ ভোট বর্জন করেছে। ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পথের কাঁটা দূর করার জন্য বিএনপির সিনিয়র নেতাদের কারাগারে আটকে রাখছে। তাদের মুক্তি মিলছে না। খালেদা জিয়াকেও ছয় বছর কারাবন্দি করে রেখেছে।

তিনি আরও বলেন, সরকারের দুর্নীতি লুটপাটের বিরুদ্ধে কেউ যাতে কথা বলতে না পারে সেজন্য নিপীড়ন নির্যাতন চলছে সারাদেশে। পাতানো, প্রহসনের নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে বিদায়ের বার্তা দিয়েছে। সরকারের উন্নয়নের মায়াজাল কাজে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সরকার বিরোধী আন্দোলনে বিএনপির আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন তিনি।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply