ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে: হ্যাগারি

|

ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। ছবি: টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলে হামলার চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহকে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার এক ভিডিওবার্তায় এই হুঁশিয়ারি দেন তিনি। সংগঠনটিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে হ্যাগারি বলেন, গুড়িয়ে দেয়া হবে সক্ষমতা। তাদের ধ্বংস করতে অব্যাহত থাকবে হামলা। চলতি সপ্তাহে হিজবুল্লাহ’র হামলায় নিহত হয় দুই ইসরায়েলি বেসামরিক। এর জেরে পাল্টা হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী।

তিনি আরও বলেন, হিজবুল্লাহ’র একাধিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। গুড়িয়ে গেছে তাদের সক্ষমতা। তাদেরকে আরও দুর্বল করতে অব্যাহত থাকবে এই হামলা। হিজবুল্লাহ একটি সন্ত্রাসী সংগঠন। বেসামরিক নাগরিকদের হত্যা করতে তাদের হাত কাঁপে না। ইসরায়েলি নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি আমরা মেনে নেবো না। তাদের চরম মূল্য চুকাতে হবে।

এর আগে, গেলো ৭ অক্টোবর গাজার ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তেজনা চলছে লেবানন-ইসরায়েল সীমান্তে।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply