ডলার বন্ডের সুদহার বাড়ানো হলো

|

ডলারের মজুদ বাড়াতে চায় সরকার। এ লক্ষ্যে ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার বাড়ানো হয়েছে। প্রবাসীরাও এ বন্ডে বিনিয়োগ করতে পারেন।

২০২১ সালে কমানো হয়েছিল এসব বন্ডের সুদ হার। আন্তর্জাতিক বাজারে সুদহার বিবেচনায় নিয়ে এবার সুদ হার বাড়ানো হলো। ২০২০ সালের ৩ ডিসেম্বর এক নির্দেশনার মাধ্যমে এসব বন্ডে সমন্বিত বিনিয়োগের সীমা নির্ধারণ করা হয় ১ কোটি টাকা। যদিও গত বছর বিনিয়োগের ঊর্ধ্বসীমা তুলে নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে।

ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের সুদহার হবে ১ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে সাড়ে ৫ শতাংশ, দ্বিতীয় বছর শেষে ৬ শতাংশ ও তৃতীয় বছর শেষে সাড়ে ৬ শতাংশ সুদ দেওয়া হবে। ৫ লাখ ডলার পর্যন্ত বিনিয়োগে প্রথম বছর শেষে ৪ শতাংশ, দ্বিতীয় বছর শেষে সাড়ে ৪ শতাংশ ও তৃতীয় বছর শেষে ৫ শতাংশ সুদ দেওয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply