জান্তা বাহিনীর কাছ থেকে মিয়ানমারের রাখাইন অঞ্চলের একটি শহর দখলে নিলো স্বাধীনতাকামী একটি সশস্ত্র সংগঠন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী শহরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। পালেতাওয়া নামের এই বন্দরনগরীতে বেশ কিছুদিন ধরেই লড়াই চলছিলো বিদ্রোহী ও সেনা সদস্যদের মধ্যে। সোমবার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্যের জন্য এ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গেলো বছরের অক্টোবর থেকেই দেশটির বিভিন্ন প্রান্তে জান্তা প্রশাসনের সাথে চলছে বিদ্রোহীদের লড়াই। এরইমধ্যে, বেশকিছু অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে মিয়ানমারের সেনাশাসিত সরকার। গেলো সপ্তাহে, চীনের সীমান্ত সংলগ্ন এলাকায় বিদ্রোহীদের সাথে অস্ত্রবিরতিতে সম্মত হয় জান্তা।
\এআই/
Leave a reply