যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেছেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। তিনি বলেন, নতুন সরকারের নতুন মন্ত্রীর সাথে দেখা করে পিটার হাস নানা ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তার সাথে কথা বলে মনে হয়েছে, ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার সম্পর্ক আরও বাড়বে, বন্ধুত্ব আরও দৃঢ় হবে।
ভিশন ২০৪১ বাস্তবায়নে যুক্তরাষ্ট্র সহযোগী হবে বলেও জানান জুনাইদ আহমেদ পলক। বলেন, বাংলাদেশের সফটওয়্যার বেশি রফতানি হয় যুক্তরাষ্ট্রে। সেটি আরও বাড়াতে আলোচনা হয়েছে। ফ্রি ল্যান্সারদের আরও বেশি সুযোগ দেয়া হবে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী।
এই সাক্ষাতে মার্কিন শীর্ষ আইসিটি প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা বাড়াতে করণীয় নির্ধারণ নিয়েও কথা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। সাইবার নিরাপত্তায়ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হওয়া গেছে বলে জানান তিনি।
এসজেড/
Leave a reply