‘এমপি হওয়ার ইচ্ছা নেই’ কোচিং পেশায় যুক্ত হচ্ছেন আশরাফুল

|

বরগুনা করেসপনডেন্ট:

বিসিবি প্রেসিডেন্টের ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়াটা ক্রীড়া অঙ্গনের জন্য আশীর্বাদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার আশরাফুল। বলেন, তার কখনও এমপি হওয়ার ইচ্ছা নেই। ক্রিকেটের সাথেই থাকতে চান তিনি। ইতোমধ্যে কোচিং পেশায় মনোনিবেশও করেছেন এই তারকা। পূরণ করেছেন কোচিং এর ৩য় লেভেল।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে বরগুনায় একটি শোরুমের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, নাজমুল হাসান পাপনকে যুব ও ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব দেয়ায় এগিয়ে যাবে দেশের ক্রীড়াঙ্গন। খেলাধুলায় অগ্রগতি আসবে। পাশাপাশি বাড়বে সুযোগ-সুবিধা। তৈরি হবে নতুন নতুন মাঠ। তাই এ বিষয়টিকে ক্রীড়া অঙ্গনের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন তিনি।

তবে মাশরাফি-সাকিবের রাজনীতিতে আসার বিষয়ে আশরাফুল বলেন, তার রাজনীতিতে যাবার কোনো আগ্রহ নেই। পুরোপুরি মনোযোগ দিতে চান কোচিং পেশায়। থাকতে চান ক্রিকেটের সাথেই। চালিয়ে যাচ্ছেন ক্রিকেটীয় এনালাইসিসও।

এদিন, বিকেলে বরগুনায় পৌঁছান এই ক্রিকেটার। এ সময় বাদ্যযন্ত্র বাজিয়ে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানানো হয় আশরাফুলকে। তাকে একনজর দেখতে জড়ো হন তার ভক্ত-সমর্থকরা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply