কে হলেন রোমার নতুন কোচ?

|

ড্যানিয়েল ডি রসি। ছবি: গেটি ইমেজ।

বাজে পারফরম্যান্সের কারণে জোসে মরিনহোকে বরখাস্ত করেছিল ইতালিয়ান ক্লাব রোমা। নতুন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন দলটির সাবেক ফুটবলার ও ইতালির কিংবদন্তি মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি। মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে রোমা জানিয়েছে, এএস রোমার সঙ্গে ১৮ বছরের ক্যারিয়ার শেষে আবার ফিরছেন ডি রসি। তবে এবার তিনি আসছেন হেড কোচ হয়ে। সিরি আ’য় ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে রসি’র।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে রোমার দায়িত্বে পালন করছিলেন মরিনহো। তার অধীনেই ২০২২ সালে কনফারেন্স লিগের শিরোপা জেতে রোমা, যা তাদের ইতিহাসের প্রথম মহাদেশীয় শিরোপা। গত মৌসুমেই ইউরোপা লিগের ফাইনালে দলটিকে তুলেছিলেন মরিনহো। তবে টাইব্রেকারে সেভিয়ার কাছে হেরে যায় রোমা।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply