হুতিবিরোধী জোটে অংশ না নেয়ার সিদ্ধান্ত ফ্রান্সের

|

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ছবি: আল জাজিরা।

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে হামলা চালানো যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটে অংশ নেবে না ফ্রান্স। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দেশটির প্রেসিডেন্ট জানান এই সিদ্ধান্ত। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ ম্যাগাজিন ব্যারনস এ তথ্য জানায়।

এক বিবৃতিতে ইমানুয়েল ম্যাকরন জানান, লোহিত সাগরে সংঘাত ছড়িয়ে পড়া এড়াতেই এ সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ফ্রান্স এমন জোটে অংশ নেবে না যারা হুতিদের মাটিতে তাদের উপর হামলা চালাচ্ছে।

ম্যাকরন আরও বলেন, যেকোনো সংঘাত বৃদ্ধির শঙ্কাকে এড়াতে চাই আমরা। এই উত্তেজনা বন্ধে ফ্রান্স পদক্ষেপ নিচ্ছে, তবে সেটি সামরিক নয়, কূটনৈতিক। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা নিরসনই লক্ষ্য আমাদের।

\এআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply